বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে বিজয়ী লেবার পার্টির নেতা এবং দেশটির ভবিষ্যত প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি স্টারমারকে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে ভূমিকা রাখার আহবান জানান, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
শুক্রবার ৫ জুলাই ২০২৪ তারেক রহমান তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক হ্যান্ডেল এক্স (সাবেক টুইটার) একাউন্ট হতে লেবার নেতা পার্টির কেয়ার স্টারমারকে ট্যাগ করে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন-
উল্লেখ্য যে, দীর্ঘ দেড় দশক যাবৎ বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ থেকে বঞ্চিত। সরকারদলীয় সন্ত্রাসী এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি হস্তক্ষেপে জনগণ ও বিরোধী রাজনৈতিক দলকে ভোটের রাজনীতির বাইরে থাকতে বাধ্য করে অনুষ্ঠিত সর্বশেষ তিনটি জাতীয় নির্বাচন যথাক্রমে ‘ভোটারবিহীন নির্বাচন’, ‘মধ্যরাতের নির্বাচন’ এবং ‘ডামি নির্বাচন’ হিসেবে দেশ-বিদেশে কুখ্যাতি অর্জন করেছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রকাশ করা ২০২৩ সালের গণতন্ত্র সূচকে (ডেমোক্রেসি ইনডেক্স) অনুযায়ী আগেরবারের তুলনায় দুই ধাপ পিছিয়ে বিশ্বের ১৬৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৭৫তম। সংস্থাটির মতে বাংলাদেশে এখন ‘হাইব্রিড শাসনব্যবস্থা’ রয়েছে।