image

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচী 
বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত গণমানুষের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক গঠিত “মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির” উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য দুই (২) দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রথম দিনের কর্মসূচি: 
১৭ নভেম্বর সকাল ৬: ০০ মিনিটে কুড়িল যমুনা ফিউচার পার্কের সামনে জমায়েত ৬:৩০ মিনিটে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা। সকাল ১০টায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে মাজার চত্ত্বরে টাঙ্গাইল জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ।
দ্বিতীয় দিনের কর্মসূচি: 
১৮ নভেম্বর সকাল ১০ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। সভায় সভাপতিত্ব্ করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন দেশবরেণ্য ব্যক্তিবর্গ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ। উল্লেখিত কর্মসূচি সমূহ সফল করা এবং দেশব্যাপী সকল জেলায় দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদু।

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন