image

১৭ সেপ্টেম্বর ২০২৪ 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র
জাতীয় স্থায়ী কমিটির ১৬ সেপ্টেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত সমূহ

গত  ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ, সোমবার, রাত ৮.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির গুলশান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমেঃ
১. ড. খন্দকার মোশাররফ হোসেন
২. ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার
৩. মির্জা আব্বাস
৪. বাবু গয়েশ্বর চন্দ্র রায়
৫. ড. আব্দুল মঈন খান
৬. জনাব নজরুল ইসলাম খান
৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৮. জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী
৯. জনাব সালাহ উদ্দিন আহমেদ
১০. বেগম সেলিমা রহমান
১১. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু
১২. মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম
১৩. অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায়, বিগত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মহাসচিব সভাকে অবহিত করেন।
২। সভায়, বাণিজ্যি সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠন গুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করা জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহবায়ক এবং জনাব আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থা গুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে।
৩। সভায়, ২০০৭ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও বিরোধী দলীয় সকল নেতা-কর্মী বিরুদ্ধে মিথ্যা, গায়েবী ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আগামী সপ্তাহের মধ্যে এই সময়ের মধ্যে বিএনপি ও বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলার কমিটি গুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়।
৪। সভায়, রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের জন্য গঠিত কমিটির আহ্বায়ক জনাব সালাহ উদ্দিন আহমেদ কমিটির কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ সভায় উপস্থাপন করেন। সভা তা অনুমোদন করে দ্রæত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
৫। সভায়, জন প্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও দূর্নীতি দমন কমিশন এর পূন:গঠন বিষয়ে আলোচনা হয়। উক্ত বিষয় গুলোর উপরে গঠিত কমিটি গুলোকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়।
৬। সভায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
৭। সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবী করেন।  
 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি



রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন