০৩ আগষ্ট ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
গত রাতে এক ছাত্রলীগ নেতার নিপীড়ণ ও মানসিক চাপে শাহবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য এম এ হান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “অত্যন্ত সরল ও হাসিখুশি মানুষ বিএনপি নেতা এম হান্নান এর মৃত্যু খুবই বেদনাদায়ক। এম এ হান্নান এর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজন ও নেতাকর্মীদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ^াসী মরহুম এম এ হান্নান শাহবাগ থানা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একজন বলিষ্ঠ নেতা হিসেবে নেতাকর্মীদের নিকট অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ও সাহসী অংশগ্রহণ দলের নেতাকর্মীদেরকে সবসময় প্রেরণা যোগাবে। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
আমি এম এ হান্নান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। পাশাপাশি যে ছাত্রলীগ নেতার মানসিক নির্যাতনে এম এ হান্নানের মৃত্যু হলো তাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাচ্ছি।
বার্তা প্রেরক
(এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।