image

১৬ জুলাই ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চতুর্থ সন্তান এ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ (ডাবলু) আজ বেলা ৩ টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। এ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ (ডাবলু)’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুম এ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ (ডাবলু) একজন আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। বলিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে তিনি দলের প্রতিটি কর্মসূচিতে সাহসিকতার সাথে অংশগ্রহণ করতেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর কালজয়ী বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম খোন্দকার আবদুল হামিদ (ডাবলু) বিএনপিকে শক্তিশালী করতে সবসময় নিবেদিতপ্রাণ ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন—সংগ্রামের প্রতিটি কর্মসূচিতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন দৃঢ়চেতা, উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মতো কর্মতৎপর ও আদর্শনিষ্ঠ বিএনপি নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি।


আমি এ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ (ডাবলু)’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”


বার্তা প্রেরক

 

(এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন