০২ জুলাই ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
মিথ্যা ও হয়রানীমূলক মামলায় নোয়াখালী জজকোর্টে হাজিরা দিয়ে বাড়ী ফেরার পথে সূবর্ণচর থানা বিএনপি নেতা জামাল উদ্দিন এবং মাওলানা হাফিজ উল্যাহ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাদের এই মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সড়ক দূর্ঘটনায় জামাল উদ্দিন এবং মাওলানা হাফিজ উল্যাহ’র হৃদয়বিদারক মৃত্যুতে তাদের পরিবার—পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত হয়েছি। দু’জনই সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ^াসী ছিলেন। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন—সংগ্রামে তারা সাহসী ভূমিকা পালন করেছেন। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন তাদেরকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় জামাল উদ্দিন এবং মাওলানা হাফিজ উল্যাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান পৃথক শোকবার্তায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সূবর্ণচর থানা বিএনপি নেতা জামাল উদ্দিন এবং মাওলানা হাফিজ উল্যাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি তাদেরকে সূবর্ণচর থানা বিএনপি’র বলিষ্ঠ নেতা হিসেবে উল্লেখ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দু’টি পরিবারের শোকাহত সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
(এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।