৩০ জুন ২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট নাদিম মোস্তফা আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুম এ্যাডভোকেট নাদিম মোস্তফা একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে তিনি সকলের নিকট ছিলেন সমাদৃত। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম নাদিম মোস্তফা বৃহত্তর রাজশাহী অঞ্চলে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তিনি জনসেবার মহান লক্ষ্য সামনে নিয়ে রাজনীতি করতেন বলেই দুইবার এমপি এবং নিজ এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। ছাত্রজীবন থেকে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন—সংগ্রামে অংশগ্রহণ করে বারবার কারাবরণ করেছেন। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি।
আমি এ্যাডভোকেট নাদিম মোস্তফা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
অপর এক শোকবার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী—সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট নাদিম মোস্তফা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “নাদিম মোস্তফার মৃত্যুতে দল একজন গতিশীল ও কর্মতৎপর নেতাকে হারালো। তাঁর শুণ্যস্থান সহজে পূরণ হবার নয়। আমি এ্যাডভোকেট নাদিম মোস্তফা’র রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বার্তা প্রেরক
(এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।