২৭ জুন ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মাহবুব উল্লাহ সাহেবের সহধর্মিনী উম্মে সালমা গত ভোর রাতে বার্ধক্যজনিত কারণে রাজধানীর গ্রীণ রোডস্ত নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। উম্মে সালমা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “উম্মে সালমা’র মৃত্যুতে তাঁর পরিবার—পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে তিনি এলাকার সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমা উম্মে সালমা মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলেছিলেন। তাঁর পিতা মির্জা আব্দুল আউয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বিএনপি দলীয় সাংসদ ছিলেন। তিনি মৃত্যুকালে স্বামী, তিন কন্যা, নাতি—নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দোয়া করি—মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার—পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি