image

০২ মে ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা


দেশের প্রখ্যাত আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তাঁর ব্যক্তিগত আইনজীবী এ জে মোহাম্মদ আলী আজ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় বেলা ২—৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক অ্যাটর্নি জেনারেল ও দেশের বিশিষ্ট আইনজীবি এ জে মোহাম্মদ আলী আইন পেশায় যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আইন অঙ্গনের এক খ্যাতনামা ব্যক্তিত্ব মরহুম এ জে মোহাম্মদ আলী। আইন পেশায় গৌরবৌজ্জল ভূমিকার জন্য তিনি তাঁর সহকর্মী আইনজীবীদের নিকট ছিলেন এক উজ্জল আদর্শ। বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন। অন্যায়, অবিচার, অনাচার ও অসঙ্গতির বিরুদ্ধে তিনি নির্ভিক ও উচ্চকন্ঠে প্রতিবাদ জানাতে কখনো কুন্ঠিত হননি। তাঁর আইন পেশার ব্রত ছিল মানবসেবা। মরহুম এ জে মোহাম্মদ আলী একজন সৎ, সজ্জন, আদর্শনিষ্ঠ ও দায়িত্বশীল মানুষ হিসেবে সর্বমহলে প্রশংসিত ছিলেন। দেশের বর্তমান দুঃসময়ে তাঁর মতো একজন প্রাজ্ঞ, নীতিবান ও সাহসী আইনজ্ঞের ইহধাম ত্যাগ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি। একজন অভিজ্ঞ ও নীতিনিষ্ঠ আইনজীবী হিসেবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। তাঁর মৃত্যুতে আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে, আমিও গভীরভাবে শোকাহত।


আমি এ জে মোহাম্মদ আলী’র রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্খী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাত নসীব এবং শোকে স্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন—এই দোয়া করি।”


বার্তা প্রেরক

 

(মুহম্মদ মুনির হোসেন)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন