image

৩০ এপ্রিল ২০২৪

মহান মে দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন

বাণী

“আন্তর্জাতিক শ্রমিক দিবস যা ‘মে দিবস’ হিসেবে সর্বাধিক পরিচিত, আজকের এই দিনে আমি দেশে বিদেশে কর্মরত সকল বাংলাদেশী শ্রমিক—কর্মচারী এবং বিশ্বের সকল শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই। এটি আন্তর্জাতিক শ্রমিক উদযাপন দিবস। ১৮৮৬ সালের মে মাসে ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আমেরিকার শিকাগো শহরে ‘হে মার্কেটে’ জীবনদানকারী এবং এই আন্দোলনের জন্য ফাঁসিকাষ্ঠে আত্মদানকারী প্রতিবাদী শ্রমিকদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ব ও স্বাচ্ছন্দবোধ করতেন। শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি ভাবতেন। এদেশের শ্রমিকের কল্যাণে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি ক্ষমতায় থাকতে এদেশে শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মুজুরী কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরী নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখা পড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। মে দিবসে এবারের প্রতিপাদ্য ‘সকলের জন্য সামাজিক ন্যায়বিচার এবং মর্যাদাপূর্ণ কাজ’। মে দিবসে এবারের প্রতিপাদ্য নিশ্চিত করতে আমাদের সার্বিক উদ্যোগ গ্রহণ করতে হবে। দুঃশাসনের প্রভাব দূরীভুত করে গণতন্ত্রের সমাজভূমি প্রতিষ্ঠিত করতে হবে। মানবিক সাম্য ও মর্যাদা নিশ্চিত করতে হবে। কিন্তু বর্তমান ডামি সরকারের আমলে শ্রমিকরা সকল অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষের জীবন এখন ওষ্ঠাগত। সরকারের গণবিরোধী নীতির কারণে একের পর এক শিল্প—কলকারখানা বন্ধ হওয়ায় এই খাতের শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে।

আমি মহান মে দিবসের সকল কর্মসুচির সার্বিক সফলতা এবং তাদের উত্তরোত্তর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি

আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

 

(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)

সিনিয়র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।


রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন