২১ এপ্রিল ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এর শোকবার্তা
নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মোল্লা মকবুল হোসেন দীর্ঘদিন রোগভোগের পর গতকাল রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এ্যাডভোকেট মোল্লা মকবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ জিয়ার নীতি ও আদর্শই ছিল মরহুম এ্যাডভোকেট মোল্লা মকবুল হোসেন এর রাজনৈতিক জীবনের পথচলা। গণতন্ত্রের প্রতি তাঁর ছিল অবিচল আস্থা। তিনি ছিলেন একজন জনঘনিষ্ঠ রাজনীতিবিদ। জনগণের কল্যাণের মহান লক্ষ্য নিয়ে তিনি রাজনীতি করতেন, আর এজন্যই তিনি এলাকাবাসীর নিকট ছিলেন জনপ্রিয় ও প্রিয়ভাজন। সংসদ সদস্য হিসেবে নিজ এলাকার উন্নয়নে তাঁর অবদান ছিল প্রশংসনীয়। দলীয় নীতি ও আদর্শ থেকে তিনি কখনো ছিটকে পড়েননি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন—সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।
বিনয়ী ও সদালাপী মরহুম এ্যাডভোকেট মোল্লা মকবুল হোসেন দলমত নির্বিশেষে সকলের নিকট ছিলেন গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদ। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বার্তা প্রেরক
(এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।