২৫ মার্চ ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি
সম্প্রতি রাজধানীর বেইলী রোডে ভয়াবহ অগ্নিকান্ডে ৪৬ জন, গাজীপুরে গতকাল পর্যন্ত ১৬ জন এবং চট্টগ্রামে ২ জনের মর্মান্তিক মৃত্যুসহ প্রতিনিয়ত দেশের বিভিন্ন এলাকায় বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “৭ জানুয়ারীর ডামি নির্বাচনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই অগ্নিকান্ড ঘটছে। এইসব ভয়াবহ অগ্নিকান্ডে মানুষের প্রাণহানিসহ বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। জনগণ কতৃর্ক ডামি নির্বাচন প্রত্যাখান, গ্যাস—বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশের অর্থনৈতিক মহাসংকট ও পবিত্র মাহে রমজানেও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে না পারা সহ একের পর এক সরকারের ব্যর্থতা আড়াল করতেই এ ধরণের অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হচ্ছে কি না তা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এধরণের মর্মস্পর্শী ঘটনার বারবার পুণরাবৃত্তি ঘটছে—যা কোনক্রমেই কাম্য হতে পারে না।
আমি সকল অগ্নিকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। একই সাথে অগ্নিকান্ডে হতাহতদের পরিবারসহ ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতিপূরণ প্রদানের জন্য জোর আহবান জানাচ্ছি।”
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি