২৩ মার্চ ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সকল বানোয়াট ও হয়রানীমূলক মামলায় জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় একটি নতুন মামলায় গ্রেফতার করে কারান্তরীণের অমানবিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “সাইফুল আলম নীরব সকল মিথ্যা মামলায় জামিনে মুক্তিলাভের পর আবারও তার বিরুদ্ধে নতুনভাবে সাজানো ভুয়া মামলায় গ্রেফতার ও কারান্তরীণের ঘটনায় প্রমাণিত হয় যে, দখলদার আওয়ামী সরকার দেশ থেকে বিরোধী দল ও মতকে ধ্বংস করে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে মরিয়া। প্রতিবাদী বিএনপি’র নেতৃত্ব ধ্বংস করতেই ৭ জানুয়ারীর ডামি সরকার মিথ্যা মামলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত থেকে সকল মিথ্যা মামলায় জামিন পাওয়া সত্ত্বেও তাদেরকে পুনরায় নিত্য নতুন মামলায় গ্রেফতার করে কারান্তরীণ করা অব্যাহত রেখেছে। বিরোধী দলের আন্দোলনকে নস্যাৎ করতে এবং বিরোধী নেতা—কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে জুলুম—নির্যাতন অব্যাহত রেখেছে। অবৈধ সরকারের সকল প্রকার দমন—নিপীড়ন উপেক্ষা করে জনগণকে সাথে নিয়ে বিএনপি নেতাকমীর্রা সাহসিকতার সাথে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”
বিএনপি মহাসচিব বিবৃতিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।
বার্তা প্রেরকঃ
(এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।