১১ মার্চ ২০২৪
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন ঃ—
বাণী
“পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য ও সন্তুষ্টি লাভে নিজেদের এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবিষ্ট করেন।
বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহ্র সান্নিধ্য লাভের জন্য আত্মার বিশুদ্ধতা অর্জনে নিয়োজিত হয়। এই মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। সারাদিন সকল ধরণের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর ভালবাসা অর্জন করেন। মহান আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুষ্পষ্ট নির্দশণ ও সত্যাসত্যের পার্থক্যকারী—রুপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ পবিত্র কোরআনের এ বাণীকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে।
অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। বাংলাদেশ বর্তমানে অন্ধকার নৈরাজ্যে নিমজ্জিত। ‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে এবং বিদ্বেষবশত: বন্দী রাখা হয়েছে। এই রমজান মাসে তিনি এতিম ও নানা শ্রেণী—পেশার মানুষদের সাথে নিয়ে ইফতার ও দোয়ায় শরীক হতেন। আসুন, আমরা নির্দোষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনা করে আল্লাহ’র নিকট মোনাজাত করি।
মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি—সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।