image

৬ মার্চ ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা


ইংরেজী সাপ্তাহিক ‘হলিডে’ এর সম্পাদক প্রবীণ সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ আর নেই। ইন্না—লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে সৈয়দ কামাল উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন।  

সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আজ এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, আমার দেখা আপাদমস্তক একজন পেশাদার সাংবাদিক ছিলেন তিনি। ১৯৬১ সনে দৈনিক আজাদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে পরবর্তীতে তিনি দেশি—বিদেশি বিভিন্ন দৈনিকে কাজ করেছেন। তিনি অতি সুনামের সাথে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, দ্য ফিন্যান্সিয়াল টাইমস অব লন্ডন এবং দ্য ইকোনমিস্ট এর ঢাকা সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। তিনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য নিউ এজ এবং পাকিস্তানের প্রসিদ্ধ ডন পত্রিকার ইকোনমিক এবং বিজনেস রিভিউ এর জন্য লিখেছেন। ফরাসি সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স এ যোগদানের পূর্বে তিনি ১৯৭৪ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ঢাকা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি হলিডে পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দেন।

তিনি ২০০১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে প্রেস মিনিস্টার ছিলেন। সৈয়দ কামাল উদ্দিন আহমেদ ২০১৮ এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র গবেষণা প্রতিষ্ঠান ‘বিএনআরসি’ এর কমিউনিকেশনস উইং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের সভাপতি ছিলেন।

সৈয়দ কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকতার পাশাপাশি সংবাদ কর্মীদের স্বার্থ রক্ষায় নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতো একজন গুণী, উদার গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বস্তুনিষ্ঠ সাংবাদিকের মৃত্যুতে সৃষ্ট শূন্যস্থান পূরণ হবার নয়।

আমি দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক

 

(মুহম্মদ মুনির হোসেন)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন