১৩ ফেব্রুয়ারী ২০২৪
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নিন্দা ও প্রতিবাদ
নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার থানা বিএনপি নেতা ও দুবতারা ইউনিয়ন বিএনপি নেতার ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও তাদেরকে গুরুতর আহত করার কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “৭ জানুয়ারী ডামি নির্বাচনের
মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের
ওপর ব্যাপক সহিংস আক্রমণ শুরু করেছে। নেতাকর্মীদেরকে খুন, গুরুতর জখমসহ
বিভিন্নভাবে নির্যাতনের উদ্দেশ্যই হলো-আওয়ামী অবৈধ শাসন নিয়ে কেউ যেন শির উঁচু করতে
সাহস না পায়। বিএনপিসহ সমমনা দল এবং গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন-
কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই অবৈধ আওয়ামী দখলদার সরকার তাদের সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে
পৈশাচিক উন্মত্বতায় মেতে উঠেছে। নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার থানা বিএনপির যুগ্ম
সম্পাদক ও কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ সালামত
এর ওপর স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা এবং আড়াইহাজার উপজেলাধীন দুবতারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া-কে বাড়ী থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কোপানো ও দুই পা ভেঙ্গে ফেলার কাপুরুষোচিত ঘটনা সেই পৈশাচিকতারই ধারাবাহিকতা। এই ধরণের বর্বরতার বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। নিষ্ঠুরতা, পৈশাচিকতা, বর্বরতা, অমানবিকতার দৃষ্টান্ত হচ্ছে আওয়ামী লীগ।"
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে মোঃ সালাউদ্দিন আহমেদ সালামত এবং মোঃ বাবুল মিয়ার ওপর হামলাকারী চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। তিনি মারাত্মক আহত নেতৃদ্বয়ের আশু সুস্থতা কামনা করেন।"
বার্তা প্রেরক
(মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।