১১ ফেব্রুয়ারী ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি
মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বাগেরহাট জেলা ছাত্রদলের সহ—সভাপতি স্বাধীন মোল্লাসহ ১১ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “৭ জানুয়ারী প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী অবৈধ সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। আর সেটিরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলা ছাত্রদলের সহ—সভাপতি স্বাধীন মোল্লাসহ জিয়ারুল ধুনী, মাসুক মোল্লা, পারভেজ হাওলাদার, রুবেল ধুনী, রাজু ভুঁইয়া, ফুল মিয়া শেখ, রাজিব শেখ, নাসির শেখ, জিন্নাত শেখ ও মানিক গাজীর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দখলদার আওয়ামী সরকারকে এই জুলুম বন্ধ করতে হবে।
বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন না থাকার কারণে বিচারক’রা আইন অনুসরণ করে বিচারকার্য পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন বলেই বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে উল্লিখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।”
বার্তা প্রেরক
(মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।