image

০৯ ফেব্রুয়ারী ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা


৭১’ এর রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা, পিরোজপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান লিয়াকত আলী শেখ বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। লিয়াকত আলী শেখ বাদশা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী


আজ এক শোকবার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “লিয়াকত আলী শেখ বাদশা’র মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার—পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

মুক্তিযুদ্ধ চলাকালে তিনি দেশমাতৃকার মুক্তির জন্য বীরত্বের সাথে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার সাহসী ভূমিকার জন্য তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুম লিয়াকত আলী শেখ বাদশা পিরোজপুর জেলা বিএনপি—কে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। মরহুম লিয়াকত আলী শেখ বাদশা উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় লিয়াকত আলী শেখ বাদশা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


বার্তা প্রেরক

 

(মুহম্মদ মুনির হোসেন)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন