image

০৮ ফেব্রুয়ারী ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নিন্দা ও শোক


মিথ্যা ও বানোয়াট মামলায় কারান্তরীণ রংপুর জেলাধীন গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহ—সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম (৩৫) অসুস্থ অবস্থায় আজ রংপুর কারাগারে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা এবং সুচিকিৎসার অভাবেই তার অকাল মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের এই ধরণের অমানবিকতায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মনোয়ারুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


আজ এক শোক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “চিকিৎসার অভাবে রংপুর কারাগারে মনোয়ারুল ইসলাম এর মৃত্যুতে তার পরিবার—পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম মনোয়ারুল ইসলাম লক্ষীটারি মহিপুর ইউনিয়ন বিএনপি—কে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

বর্তমান দখলদার ও জুলুমবাজ সরকারের নিরবচ্ছিন্ন জুলুম—নির্যাতনে গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীরা একের পর এক কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তারই ধারাবাহিকতায় কারাগারে মনোয়ারুল ইসলামের মৃত্যু হলো। এটি সরকারী অত্যাচারের আরও একটি মনুষ্যত্বহীন দৃষ্টান্ত। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর হিড়িক চলছে। সরকারী নির্যাতন ও কারাকর্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপির অসুস্থ নেতাকর্মীরা অহরহ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বিএনপি—কে নিশ্চিহ্ন করার এটি একটি নতুন অধ্যায়, যা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। চিকিৎসা না পেয়ে কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী।

 

আমি মনোয়ারুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”


বার্তা প্রেরক

 

(মোঃ তাইফুল ইসলাম টিপু)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন