image

০৬ ফেব্রুয়ারী ২০২৪

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী’র ৩টি শোকবার্তা একসাথে।


০১।

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর পিতা আলহাজ¦ আব্দুল হান্নান চৌধুরী (ঠুনু মিয়া) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

আজ এক শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “আলহাজ¦ আব্দুল হান্নান চৌধুরী (ঠুনু মিয়া)’র মৃত্যুতে তার পরিবার—পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন, বিনয়ী ও ধার্মিক ব্যক্তি হিসেবে মরহুম আলহাজ¦ আব্দুল হান্নান চৌধুরী (ঠুনু মিয়া)—কে এলাকার সকলে সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”


বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


এছাড়া সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী পৃথক শোকবার্তায় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর পিতা আলহাজ¦ আব্দুল হান্নান চৌধুরী (ঠুনু মিয়া)’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম আলহাজ¦ আব্দুল হান্নান চৌধুরী (ঠুনু মিয়া)—কে একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকে ি¤্রয়মান পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক

 

(মুহম্মদ মুনির হোসেন)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি


০২।

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা


সিলেট জেলাধীন ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল নেতা মাহফুজ উদ্দিন মামুন এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ এক শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মাহফুজ উদ্দিন মামুন এর মৃত্যুতে আমি গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ^াসী ছিলেন ছাত্রদল নেতা মাহফুজ উদ্দিন মামুন। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন—সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


এছাড়া সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী পৃথক শোকবার্তায় সিলেট জেলাধীন ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল নেতা মাহফুজ উদ্দিন মামুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় শোকবার্তায় মরহুম মাহফুজ উদ্দিন মামুন—কে বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শের নিবেদিতপ্রাণ সৈনিক হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান । ”

বার্তা প্রেরক

 

(মুহম্মদ মুনির হোসেন)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি


০৩।

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শোকবার্তা

 

গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি বাবু শংকর কুমার মিত্র বার্ধক্যজনিত কারণে আজ সকালে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বাবু শংকর কুমার মিত্রের পরলোকগমণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


আজ এক শোকবার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “বাবু শংকর কুমার মিত্রের পরলোকগমণে তার পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ^াসী বাবু শংকর কুমার মিত্র গোপালগঞ্জ জেলা ও কাশিয়ানী উপজেলা বিএনপি—কে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন—সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।”


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় বাবু শংকর কুমার মিত্রের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।


বার্তা প্রেরক

 

(মোঃ তাইফুল ইসলাম টিপু)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন