১৮ জানুয়ারী ২০২৪
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী’র ২ টি শোকবার্তা এক সাথে।
০১।
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা
পাবনা জেলাধীন চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাস এর মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাস চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি—কে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন—সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা ছিল প্রশংসনীয়। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
(মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
০২।
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা
যুক্তরাজ্য বিএনপি’র ১নং সদস্য শরিফুজ্জামান চৌধুরী তপন এর পিতা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা এ টি এম নাইমুজ্জামান চৌধুরী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। এ টি এম নাইমুজ্জামান চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “এ টি এম নাইমুজ্জামান চৌধুরী’র মৃত্যুতে তার পরিবার—পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সৎ, সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে মরহুম আব্দুল মোবারক হোসেন—কে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। সরকারী কর্মকর্তা হিসেবে তিনি ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সমাজসেবামূলক কাজে তার অবদানের জন্য এলাকাবাসী তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় এ টি এম নাইমুজ্জামান চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
(মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।