image

১৬ জানুয়ারী ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শোকবার্তা


দেশের খ্যাতিমান সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, পিআইবি’র সাবেক ডিজি, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব, সাহিত্যিক, বিশিষ্ট কলামিষ্ট ও রাজনীতি বিশ্লেষক ড. রেজোয়ান আহমেদ সিদ্দিকী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ এক শোকবার্তায় বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “ড. রেজোয়ান আহমেদ সিদ্দিকী’র মতো একজন নির্ভিক প্রথিতযশা সাংবাদিকের পৃথিবী থেকে বিদায় নেয়া সাংবাদিকতার জগতে এক বিরাট শুন্যতার সৃষ্টি হলো। গণতন্ত্র হরণ ও গণমাধ্যম নিয়ন্ত্রণের বর্তমান অরাজক পরিস্থিতিতে তাঁর মৃত্যু গণতন্ত্রকামী মানুষের মনে গভীর হতাশার সৃষ্টি করেছে। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে সংবাদপত্রের স্বাধীনতার দাবিতে এগিয়ে যাওয়ার পথে তিনি ছিলেন অগ্রসৈনিক। অবৈধ সরকারের রক্তচক্ষু’র কাছে তিনি কখনোই মাথানত করেননি। বর্তমান দু:সময়ে তাঁর মতো একজন ঋজু ও দৃঢ়চেতা মানুষের বড়ই প্রয়োজন ছিল। দেশে ভয় ও শংকার বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক ড. রেজোয়ান আহমেদ সিদ্দিকী’র মতো মানুষের অনুপস্থিতি গভীর শুন্যতার সৃষ্টি করবে। দেশের বর্তমান ক্রান্তিলগ্নে সাহসী সাংবাদিক ড. রেজোয়ান আহমেদ সিদ্দিকী’র মৃত্যুতে দেশবাসী ও তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত ও বেদনার্ত হয়েছি। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, স্বতীর্থ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

বার্তা প্রেরক

 

(মুহম্মদ মুনির হোসেন)

সহ-দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি


রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন