image

০৩ জানুয়ারী ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শোকবার্তা

নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কারানির্যাতিত নেতা নাজমুল হাসান বাচ্চু আজ দুপুরে লিফলেট বিতরণ শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। নাজমুল হাসান বাচ্চু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ এক শোকবার্তায় বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “নাজমুল হাসান বাচ্চু’র মৃত্যুতে তার পরিবারবর্গের তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম নাজমুল হাসান বাচ্চু আড়াইহাজার উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভ‚মিকা পালন করেছেন। তার মৃত্যুতে আড়াইহাজার উপজেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগের পর কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে তিনি আগামী ৭ জানুয়ারী প্রহসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়নের জন্য চলমান আন্দোলন সংগ্রামগুলোতে সাহসী ভ‚মিকা পালন করে যাচ্ছিলেন। গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক

মো: তাইফুল ইসলাম টিপু

সহ-দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।


রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন