২২ ডিসেম্বর ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব
অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিবৃতি
গতকাল রাতে শনির আখড়ার একটি বাসা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইখতিয়ার কবির এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল রিকু-কে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের সন্ধান না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক বিবৃতিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “ইখতিয়ার কবির এবং মোস্তফা কামাল রিকু-কে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়া এবং তাদের খোঁজ না দেয়ার ঘটনা অমানবিকতা। তাদেরকে এভাবে গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত। এ ধরনের ভীতিকর পরিস্থিতিকে প্রতিষ্ঠিত সংস্কৃতিতে পরিণত করেছে আওয়ামী অবৈধ সরকার। বর্তমান অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী একতরফা নির্বাচন করার জন্য বিরোধী দল ও ভিন্নমতকে দমনের অংশ হিসেবে বিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতেই ইখতিয়ার কবির এবং মোস্তফা কামাল রিকু-কে সাদা পোশাকধারী ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। তাদেরকে গুম করে রাখা ও সন্ধান না দেয়ার ঘটনায় তাদের পরিবার-পরিজনসহ দলের নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছে।
আমি অবিলম্বে ইখতিয়ার কবির এবং মোস্তফা কামাল রিকু-কে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর আহবান জানাচ্ছি। নইলে তাদেরকে নিয়ে অনাকাঙ্খিত কিছু ঘটলে আওয়ামী সরকার এর দায় এড়াতে পারবে না।”
বার্তা প্রেরক,
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।