image

২০ ডিসেম্বর ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

সংশোধনী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শোকবার্তা

খুলনা জেলাধীন পাইকগাছা উপজেলা যুবদল নেতা শহিদুর রহমান শহীদকে বিনা কারণে আটক করে জেল হাজতে প্রেরণের খবর শুনে তার বয়োবৃদ্ধ পিতা ইউনুচ আলী গাজী ষ্ট্রোক করেন এবং খুলনা মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ইউনুচ আলী গাজী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ এক শোকবার্তায় বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “ইউনুচ আলী গাজী’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে আওয়ামী অবৈধ সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করতে বেপরোয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় পাইকগাছা উপজেলা যুবদল নেতা শহিদুর রহমান শহীদকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার ও জেলহাজতে প্রেরণ করা হয়। ছেলেকে গ্রেফতারের সংবাদ শুনে আতঙ্কিত পিতার মর্মান্তিক মৃত্যু খুবই বেদনাদায়ক। আমি শহীদের পিতার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছি। পরম করুণাময় আল্লাহ’র দরবারে দোয়া করছি তিনি যেন তাকে বেহেশত নসিব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক

 

(মুহম্মদ মুনির হোসেন)

সহ-দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি


রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন