image

১৫ ডিসেম্বর ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল বিভাগের প্রধান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মাহবুব মানিক (৪৮) আজ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।                                      

আজ এক শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “সাংবাদিক মাহবুব মানিক এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী। তাকে গত ২৮ অক্টোবর ২০২৩, বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ হেফাজতে থাকাকালীন তিনি পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গত ২০ নভেম্বর ২০২৩ তারিখে তিনি অসুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আজ মৃত্যুবরণ করেন। কারাগারে সুচিকিৎসা না পাবার কারণেই আজ তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। তার এই মৃত্যুর জন্য বর্তমান ফ্যাসিষ্ট সরকারই দায়ী। কারাগারে বিএনপি নেতাকর্মীরা সুচিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার অংশ হিসেবেই সাংবাদিক মাহবুব মানিকের মৃত্যু ঘটলো। সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধ ছিল তার নৈতিক গুন এবং তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন বলেই আওয়ামী সরকারের চক্ষুশুলে পরিণত হয়েছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা হরণের এই দু:সময়ে তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের জন্য বেদনার। পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করি তিনি যেন তাকে জান্নাতবাসী করেন।”

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় সাংবাদিক মাহবুব মানিক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক

 

(মুহম্মদ মুনির হোসেন)

সহ-দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি


রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন