২৯ নভেম্বর ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর বিবৃতি
আজ এক বিবৃতিতে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন “গতকাল রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন কে নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা। হাতিরঝিলের বাসা থেকে নিচে নেমে এলে ওৎ পথ পেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা ফজলুর রহমান খোকনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে প্রচন্ড মারধর করে। এরপর রক্তাক্ত খোকনকে পুলিশের হাতে তুলে দেয়।
ছাত্রলীগের পান্ডারা পাড়ায় মহল্লায় এখন পুলিশের পরিপূরক হিসেবে কাজ করছে এবং ৭১'র শান্তি কমিটির লোকদের মতো আওয়ামী ক্যাডাররা গণতন্ত্রকামী নেতাকর্মীদের উৎপীড়ন করে বাকশালী পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে। এ সময় সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড করা হচ্ছে শুধুমাত্র একতরফা নির্বাচন নিশ্চিত করার জন্য। দেশবাসীকে এখন আওয়ামী বাকশালীদের প্রজা বানানো হয়েছে। জনগণের কোন নাগরিক অধিকার নেই, নিরাপদে বসবাস করারও কোন গ্যারান্টি নেই। এই দুঃশাসন আর অনাচার অবিচারের সমাপ্তি ঘটাতে হলে চলমান আন্দোলনকে আরো বেগবান করে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে। সকলে মিলে আওয়ামী দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে হবে।
আমি ফজলুর রহমান খোকনের উপর কাপুরুষিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে খোকনের উপর নির্যাতনকারী দৃশ্যমান সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং খোকনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে “।
বার্তা প্রেরক
মোঃ তাইফুল ইসলাম টিপু
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।