image

১৪ নভেম্বর ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিবৃতি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু গুরুতর অসুস্থ

আজ এক বিবৃতিতে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, "মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত প্রাঙ্গণ থেকে সাইফুল ইসলাম পটুকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাত্র কয়েক মাস আগে সাইফুল ইসলাম পটুর মস্তিষ্কে একটা বড় ধরনের অস্ত্রপচার করা হয়, তিনি এখনো গুরুতর অসুস্থ। এ অবস্থায় পটু-কে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার বর্তমান অবৈধ সরকারের আমলে নেতাকর্মীদের ওপর চলমান অমানবিকতার আরো একটি জঘন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ফ্যাসিস্ট সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা গণআন্দোলনে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ দেখে দিশেহারা হয়ে ক্ষমতা হারানোর ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে সরকার সহিংসতা ঘটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমনের অংশ হিসেবে অন্যায়ভাবে গ্রেফতার, গুম ও রিমান্ডে নিয়ে নির্যাতন শুরু করেছে। এরই অংশ হিসেবে পটুকে গ্রেফতার করা হয়েছে। তবে এভাবে দমন-পীড়ণ চালিয়ে চলমান আন্দোলনকে দমণ করতে ব্যর্থ হবে সরকার। যত নির্যাতন-নিপীড়ণ চালানো হবে ততই নেতাকর্মী এবং জনগণ আরও বলীয়ান হয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সর্বশক্তি নিয়োগ করবে।

ভীষণ অসুস্থ সাইফুল ইসলাম পটুকে গ্রেফতার কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের হিংস্র রুপেরই আরেকটি বহিঃপ্রকাশ।

আমি অবিলম্বে গুরুতর অসুস্থ সাইফুল ইসলাম পটুর নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।"


বার্তা প্রেরক

মুহম্মদ মুনির হোসেন

সহ-দপ্তর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি


রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন