০৯ নভেম্বর ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিবৃতি
কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান বাদশা ও তার ছোট ভাই সেলিম এবং চকোরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক যকোরিয়াকে গত দুইদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা উঠিয়ে নিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান দিচ্ছে না।
উল্লিখিত নেতৃবৃন্দের হদিস না দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, "জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার ধারাবাহিক অপচেষ্টার অংশ হিসেবে নেতাকর্মীদেরকে অপহরণ, গুম কিংবা নিরুদ্দেশ করার অমানবিক খেলা এখন আরও তীব্রমাত্রায় শুরু করেছে অবৈধ শাসকগোষ্ঠী। দেশবাসীর মধ্যে ভীতি ছড়িয়ে দিতেই বেপরোয়াভাবে এ ধরনের লোমহর্ষক ঘটনা ঘটানো হচ্ছে। গত দুই দিন আগে থেকে গুম হয়ে থাকা সোলায়মান বাদশা, সেলিম ও যকোরিয়া সেই লোমহর্ষক ধারাবাহিক ঘটনারই টার্গেট। আইনশৃঙ্খলা বাহিনীকর্তৃক এখনপর্যন্ত তাদের কোন খোঁজ না দেওয়ার ঘটনা অশুভ ইঙ্গিতবাহী।
এটি নিশ্চিত যে, আইনশৃঙ্খলা বাহিনীই তাদেরকে তুলে নিয়ে গেছে, কাজেই আইনশৃঙ্খলা বাহিনীকেই উল্লিখিত নিখোঁজ নেতৃবৃন্দকে ফেরত দিতে হবে। তারা নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার এবং দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।
আমি অবিলম্বে বর্ণিত নেতৃবৃন্দকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি।
বার্তা প্রেরক
মোঃ তাইফুল ইসলাম টিপু
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।