০২ নভেম্বর ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
গত পরশু বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনকে বিএনপি'র কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনকালে পুরুষ পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক বিবৃতিতে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, "বর্তমান অবৈধ সরকারের আমলে দেশ থেকে সুশাসন তিরোহিত হয়ে গেছে বলেই নারীদের মান-মর্যাদা পুলিশের বুটের তলায় পিষ্ট হচ্ছে। অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন একজন বলিষ্ঠ নেত্রী হিসেবে গত দেড় দশক ধরে বিএনপি'র প্রতিটি কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী সরকারের লাগামহীন অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করে আসছেন। তার মতো একজন নেত্রীকে পুরুষ পুলিশ কর্তৃক গ্রেফতার আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পুরুষ পুলিশ কর্তৃক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন-কে গ্রেফতারের মনুষ্যত্বহীন ঘটনায় দেশ-বিদেশে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুরুষ পুলিশ কর্তৃক এহেন আচরণ সভ্যতা ও শিষ্টাচার পরিপন্থী। ক্ষমতালোভী আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখার উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করার জন্য বিএনপিসহ অন্যান্য বিরোধীদলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অত্যাচার- নিপীড়নের খড়গ নামিয়ে এনেছে। এ ক্ষেত্রে বিএনপি'র শীর্ষ নেতৃবৃন্দসহ কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। ২৮শে অক্টোবরের পর থেকে বিএনপি'র শান্তিপূর্ণ চলমান কর্মসূচিগুলোতে সরকারের পেটোয়া আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নেতাকর্মীদেরকে গ্রেফতার ও হত্যা-জখমসহ জুলুম চালিয়েছে তা নজিরবিহীন। তবে এভাবে জুলুম চালিয়ে বর্তমান শাসকগোষ্ঠীর শেষ রক্ষা হবে না। সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া আগামীতে আর কোন নির্বাচন অনুষ্ঠিত করতে দিবে না জনগণ।
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে অবিলম্বে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।
বার্তা প্রেরক
মোঃ তাইফুল ইসলাম টিপু
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।