২ নভেম্বর ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম এর বিবৃতি
সনামধন্য দন্ত চিকিৎসক জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা ডেন্টাল কলেজের সাবেক সভাপতি ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ জাহিদুল কবিরের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। আজ সকালে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাকরাইল মোড় থেকে গ্রেফতার করে। শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক দর্শনের কারণে, বিনা অপরাধে গ্রেফতার করে গায়েবী মামলায় ফাসিয়ে দেয়া হচ্ছে। কিছু দিন আগে রাজশাহী ও কুমিল্লায় দুইজন ডাক্তারের টার্গেট কিলিং, সিরাজগঞ্জে বাসা থেকে কিংবা ঢাকায় চেম্বার থেকে রোগী দেখাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ডাক্তারকে তুলে নিয়ে যাওয়া একই সূত্রে গাঁথা। এই ফ্যাসিস্ট সরকার জনগনের ইচ্ছার বিরুদ্ধে তার ক্ষমতা দীর্ঘায়িত করতেই এ ধরনের কর্মকান্ড একের পর এক ঘটিয়ে যাচ্ছে।
ডাক্তারদের এধরণের হেনস্তার বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি এম এ) এক ধরনের নিরবতা সরকারের লেজুড়বৃত্তির সামিল।
একটি স্বাধীন রাষ্ট্রে পেশাজীবীদের কর্মস্থলে এবং বাসায় এরকম হেনস্থার স্বীকার হওয়া রাষ্ট্রযন্ত্রের অকার্যকর হওয়ার সাক্ষ্য বহন করে যা সাংবিধানিক নাগরিক অধিকারের সুস্পষ্ট লংঘন ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। অনতিবিলম্বে গ্রেফতারকৃত এ চিকিৎসকের মুক্তি ও তার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ভবিষ্যতে এভাবে চিকিৎসক সহ অন্যান্য পেশাজীবীদের হেনস্থা করলে সবাই কে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
বার্তা প্রেরকঃ
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি