image

৩০ অক্টোবর ২০২৩

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বিবৃতি


বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের 'নূন আনতে পান্তা ফুরায়' অবস্থায় দুর্দশাগ্রস্ত গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির ন্যায্য দাবিতে বিক্ষোভ করে। এ সময় গাজীপুরের বাসন থানাধীন ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের ইলেকট্রিশিয়ান রাসেল নামে এক শ্রমিক পুলিশের গুলিতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। কথায় কথায় আইনশৃঙ্খলা বাহিনী ন্যায্য অধিকারের দাবীতে বিক্ষোভরত মানুষদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে। এটি বর্তমান আওয়ামী ফ্যাসিবাদের এক নিষ্ঠুর নমুনা।

শ্রমিকদের বেতন বাড়ানোর যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবং রাসেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।


আজ এক বিবৃতিতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "বর্তমান আওয়ামীলীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনগণের জীবন-জীবিকার বিষয়টিকে পরোয়া করেনা। দেশে স্মরণকালের সবচেয়ে চরম মুদ্রাস্ফীতির ফলে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ ও শাক সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত, নি¤œমধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এই গভীর সংকটময় অবস্থায় সাধারণ শ্রমজীবী মানুষের জীবন নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়েছে।


ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একদিকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপিসহ বিরোধীদলের শান্তিপূর্ণ সভা-সমাবেশে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে, ঠিক অন্যদিকে খেটে খাওয়া সাধারণ মানুষের ন্যায়সঙ্গত দাবির বিক্ষোভে পুলিশ দিয়ে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করতেও দ্বিধা করছে না। ক্ষমতালোভী একটা সরকারকে কতটা হিংস্র ও নির্মম করতে পারে তার জ্বলন্ত উদাহরণ আওয়ামী শাসকগোষ্ঠী। গণবিরোধী আওয়ামী সরকার রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন, লুটেরা ও অর্থ পাচারকারীদের পৃষ্ঠপোষক বলেই তারা নিরন্ন দরিদ্র মানুষের খেয়ে পরে বেঁচে থাকাকে গুরুত্ব দেয়না। জনপদের পর জনপদ তারা অত্যাচারিত প্রতিবাদী মানুষকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্রশক্তিকে বেপরোয়াভাবে ব্যবহার করছে।



আজ গাজীপুরে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে কোন উস্কানি ছাড়াই পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে একজন শ্রমিককে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

অবিলম্বে ঘটনার সুস্থ তদন্ত ও দোষীদের বিচারের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শ্রমিকদের নি¤œতম মজুরি বৃদ্ধির দাবির প্রতি বিএনপি'র পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

 

পুলিশের গুলিতে নিহত রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

 

(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)

সিনিয়র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।


রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন