image

৩০ অক্টোবর ২০২৩

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা


পুলিশের টিয়ারশেলের আঘাতে সিনিয়র সাংবাদিক রফিক ভূইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘সিনিয়র সাংবাদিক রফিক ভূইয়া গত ২৮ অক্টোবর দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় পুলিশের টিয়ার শেলের আঘাতে রিক্সা থেকে ছিটকে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় মারাত্মক আঘাতের কারণে ব্যাপক রক্তক্ষরণ হলে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সাংবাদিক রফিক ভুইয়ার মৃত্যু কোনো দূর্ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যাকান্ড। ওইদিন বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। ওই হামলার শিকার হন তিনি।

 রফিক ভূইয়া ছিলেন একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক সাংবাদিক। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়ে সংগঠনকে শক্তি করতে ও সাংবাদিকদের অধিকার আদায়ে নিষ্ঠার সাথে কাজ করেছেন। তার মত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারালো। তার এ শূণ্যতা সহজে পূরণ হওয়ার নয়।

বর্তমান নিশিরাতের সরকার ক্ষমতার আসার পর থেকে এখন পর্যান্ত ক্ষমতাসীন দলের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এ যাবৎ সাগর-রুনিসহ ৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। আজপর্যন্ত এসব হত্যাকান্ডের বিচার হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সর্বশেষ হত্যার শিকার হলেন সাংবাদিক রফিক ভূঁইয়া।  

আমি এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’’


(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)

সিনিয়র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।


রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন