বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির গত ১৭/১০/২০২৩ ইং এর সিদ্ধান্ত মোতাবেক বিগত ১৩/১০/২০২৩ ইং কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের মিছিলে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যের অনুগত ছাত্রলীগ যুবলীগের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন।
কুমিল্লায় গত ১৩/১০/২০২৩ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের হামলার ঘটনায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান, বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ কমিটির অপর দুই সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান জনাব বিজন কান্তি সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজ (২১/১০/২০২৩) কুমিল্লার ঠাকুরপাড়ায় তদন্ত কাজ পরিচালনা করেন, আহত হিন্দু নেতৃবৃন্দের খোজখবর নেন এবং দুটি পূজামন্ডপ পরিদর্শন করেন। বিএনপি কেন্দ্রীয় লিগ্যাল সেলের সদস্য সচিব কাজী মেরাজ হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জনাব নূরে আলম সিদ্দিকী (সোহাগ) তদন্ত কার্য পরিচালনায় সহায়তা করেন।
কুমিল্লা পৌঁছালে প্রতিনিধি দলকে স্বাগত জানান বিএনপি সাংগঠনিক স¤পাদক (কুমিল্লা বিভাগ) জনাব মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এবং কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জনাব হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব জসিম উদ্দিন জসিম, যুগ্ম আহবায়ক জনাব রেজাউল কাইয়ুম, জনাব আশিকুর রহমান, জনাব মাহমুদ ওয়াসীম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক জনাব উদবাতুল বারী আবু, সদস্য সচিব জনাব ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জনাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক জনাব আনোয়ারুল হক প্রমুখ। উক্ত নেতৃবৃন্দ সহ অন্যান্য অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সার্বক্ষনিক প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল সকাল ১১:০০ টায় দক্ষিণ ঠাকুরপাড়া, কুমিল্লায় অবস্থিত রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন। এ সময় সেখানে পূজা আচার চলছিল। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর শন্তি রঞ্জন ভৌমিক এর সঙ্গে প্রতিনিধি দল কথা বলেন। জনাব ভৌমিক গত ১৩/১০/২০২৩ ইং তারিখে হিন্দু ধর্মাবলম্বিদের উপর শান্তিপূর্ণ মিছিলে দূর্বৃত্তদের হামলার ঘটনায় ব্যাপক হতাশা প্রকাশ করেন। তিনি ঐ দিনের ঘটনাকে একটি সাম্প্রদায়িক হামলা বলে উল্লেখ করেন এবং হিন্দু সম্প্রদায় প্রচন্ড কষ্ট পেয়েছেন বলে উল্লেখ করেন। উক্ত ঘটনায় বিএনপি’র পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিনিধি দল প্রধান উক্ত মন্দির কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রতিনিধি দল এরপর ঠাকুরপাড়ায় অবস্থিত শশ্মান কালীঘাট মন্দির পরিদর্শন করেন। সেখানে গত ১৩/১০/২০২৩ ইং তারিখের বর্বোরচিত হামলার শিকার দুই হিন্দু ধর্মাবলম্বি জনাব সুশিল চন্দ্র দাস ও জনাব কালীপদ পালের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানতে চান। জনাব কালপিদ পাল উল্লেখ করেন, উক্ত ঘটনায় ০৫ (পাঁচ) জন নারী সহ মোট ১০ (দশ) জন হিন্দু ধর্মাবলম্বি আহত হয়েছেন। তিনি বলেন, “আমাদের মিছিলটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের শান্তিপূর্ণ মিছিল চলাকালে হঠাৎ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে দুই থেকে আড়াই হাজার নেতাকর্মী আমাদের উপর লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা করে। উক্ত হামলায় আমি সহ ১০ (দশ) জন হিন্দু ধর্মাবলম্বি নারী-পুরুষ আহত হয়। এ ঘটনার ফলে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, বিশেষ করে আমাদের নারীরা পূজা উপলক্ষে কেনাকাটা বা অন্যান্য প্রয়োজনে বাজার-ঘাট, শপিং সেন্টারে যেতে পারছেন না। আপনারা আজকে আমাদের পাশে এসে দাড়িয়েছেন বলে অনেকখানি শান্তি ও নিরাপত্তাবোধ করছি।” তিনি আশা প্রকাশ করে আরো বলেন, আমরাও বাংলাদেশের নাগরিক আপনারা আমাদের পাশে থাকলে আমরা ভবিষ্যতে স্বচ্ছন্দে এদেশে বসবাস ও ধর্ম পালন করতে পারবো। তদন্ত কমিটির সদস্যগণ সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ শশ্মান কালীঘাট মন্দির পরিদর্শন কালে মন্দিরের পুরোহিত সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বিএনপি কর্তৃক গঠিত তদন্ত কমিটির এমন উদ্যোগকে স্বাগত জানান।
উক্ত হামলার ঘটনায় আহত দু’জন কে তদন্ত কমিটির প্রধান, বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে হিন্দু ধর্মাবলম্বিদের যেকোন সমস্যা ও সম্ভাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
১৩/১০/২০২৩ ইং তারিখের হামলার ঘটনায় আহতদের খোঁজ খবর নেয়া শেষে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, ‘যার নির্দেশে হামলা হলো তিনি কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন? তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হননি। তাই আপনাদের প্রয়োজন তাদের কাছে নেই। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কাউকে সংখ্যালঘু মনে করে না। আমাদের কাছে সবাই সমান। আমরা চাই ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক। স¤প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক।’ উপস্থিত সকলেই এই বক্তব্যের প্রতি একমত পোষণ করেন। বিগত ১৩/১০/২০২৩ ইং তারিখের বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের হামলার ঘটনায় বিএনপি গঠিত তদন্ত কমিটির অদ্য ২১/১০/২০২৩ ইং তারিখের যাবতীয় কার্যক্রম টেলিভিশন সহ জাতীয় ও স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
সুপারিশ মালাঃ
১) গত ১৩/১০/২০২৩ ইং তারিখের বর্বোরচিত হামলার ঘটনায় হিন্দু ধর্মাবলম্বিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দদের তাদের পাশে থাকা অত্যন্ত জরুরী।
২) উক্ত ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। অথচ হামলাকারীরা সকলেই চিহ্নিত। দু’জন ইতোমধ্যে গ্রেফতার হলেও বাকীদের গ্রেফতারের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহীনি সহ স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততা পরিলক্ষিত হচ্ছে। উক্ত ঘটনার মামলায় আইন শৃঙ্খলা বাহীনিকে সম্পুর্নভাবে প্রভাব মুক্ত থেকে সঠিক তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করার দাবি জানানো যেতে পারে।
৩) স্থানীয় সংসদ সদস্য জনাব এ কে এম বাহাউদ্দিন বাহার পুরো কুমিল্লায় একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ক্ষোভ পরিলক্ষিত হয়। তাকে এই বর্বোরচিত হামলার হুমকিদাতা হিসেবে আসামী অন্তর্ভূক্ত করার দাবি জানানো যেতে পারে।
ধন্যবাদান্তে,
(বরকত উল্লাহ বুলু)
ভাইস-চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।
ও
টিম প্রধান
তদন্ত কমিটি।