image

২৩ অক্টোবর ২০২৩


সাবেক মন্ত্রী, সাবেক কেবিনেট সচিব এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাণী

“দেশের বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ার এর অম্লান স্মৃতির প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধা। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। সজ্জন, মিতবাক, নিয়মনিষ্ঠ, কথা ও কাজে অসাধারণ সামঞ্জস্য ছিল মরহুম এম কে আনোয়ার এর অন্যতম বৈশিষ্ট্য। “বাংলাদেশের রাজনীতি ও জনপ্রশাসনে জনাব এম কে আনোয়ার সাহেব ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। পেশাগত জীবনে সরকারী সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও তিনি তাঁর সততা ও ব্যক্তি—মর্যাদা অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক জীবনেও তিনি নিজ দলের আদর্শের প্রতি ছিলেন অঙ্গিকারবদ্ধ। রাজরোষে পড়া সত্ত্বেও তিনি দলের কর্মসূচি বাস্তবায়নে দ্বিধা করেননি, তাই বারবার কারাবরণসহ নিপীড়ণ—নির্যাতন সহ্য করেও নিষ্ঠা ও সাহসিকতার সাথে অগণতান্ত্রিক সরকারের অসদাচরণের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে গেছেন। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনোই কোন অগণতান্ত্রিক শক্তির কাছে মাথানত করেননি। নিজ এলাকায় শিক্ষার প্রসার ও জনকল্যানমূলক কাজেও তাঁর অবদান স্মরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারন করে মরহুম এম কে আনোয়ার স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দশ ও দেশের কল্যাণে মরহুম এম কে আনোয়ার এর গৌরবময় অবদান দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

বার্তা প্রেরক

 

(মুহম্মদ মুনির হোসেন)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন