১৯ অক্টোবর ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এর শোকবার্তা
মেসার্স যমুনা ফিল্ম কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও চলচ্চিত্র পরিচালক শফি বিক্রমপুরী থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শফি বিক্রমপুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “অবিসংবাদিত চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক শফি বিক্রমপুরী তাঁর কর্মের জন্য দেশের মানুষের মনে চিরজাগরুক হয়ে থাকবেন। ব্যতিক্রমী এবং সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ করে তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মতো একজন গুণী চলচ্চিত্র নির্মাতার পৃথিবী থেকে চলে যাওয়াতে দেশের চলচ্চিত্র শিল্পে এক বড় ধরণের ক্ষতি হলো।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় শফি বিক্রমপুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু পৃথক শোকবার্তায় দেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা শফি বিক্রমপুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক—পরিবেশক মরহুম শফি বিক্রমপুরী’র নাম বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। এই সার্বজনীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেশের কোটি মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন। আমরা শফি বিক্রমপুরী’র রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি।”
বার্তা প্রেরক
(মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।