image

১৩ অক্টোবর ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এর শোকবার্তা


আজ দুপুরে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ দল ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক ও ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক সাইফুদ্দিন আহমেদ মনি মিরপুরস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। সাইফুদ্দিন আহমেদ মনি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “জাতীয়তাবাদী সমমনা জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সাইফুদ্দিন আহমেদ মনি গণতন্ত্র পুণঃরুদ্ধারের আন্দোলনে যে সাহসী ভূমিকা পালন করেছেন তা দেশের মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। বর্তমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও তিনি ছিলেন নির্ভিক কন্ঠস্বর। পাশাপাশি নম্রতা, বিনয়, সৌজন্য, সাহস ও সহিষ্ণুতা ছিল তার স্বভাবজাত। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শুণ্যতার সৃষ্টি হলো।


আমি সাইফুদ্দিন আহমেদ মনি’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার—পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদেরকে প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

বার্তা প্রেরক

 

(মুহম্মদ মুনির হোসেন)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন