০৯ অক্টোবর ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এর নিন্দা ও প্রতিবাদ
গত পরশু রাতে গোয়েন্দা পুলিশ মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সদস্য, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন—কে রাজধানীর মিরপুরস্থ দারুসসালামের নিজ বাসভবনের সামনে থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী অবৈধ সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার দাবিতে চলমান আন্দোলন—সংগ্রামে জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখে শাসকগোষ্ঠী বেসামাল হয়ে অমানবিকভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও কারান্তরীণের খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিবারগুলো যখন গ্রেফতার হওয়া স্বজনদের কাছে না পাওয়ার বেদনায় জর্জরিত থাকে তখন ফ্যাসিষ্ট সরকার ও আজ্ঞাবহ পুলিশ বাহিনী উল্লসিত হয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে তাদেরকে গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রুপান্তরিত করেছে নিশিরাতের সরকার। বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরণের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। আব্দুল কুদ্দুস ধীরেন—কে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।
আব্দুল কুদ্দুস ধীরেন—কে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।”
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি