০৬ অক্টোবর ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এর শোকবার্তা
গতকাল ৫ অক্টোবর ২০২৩, সকালে কানাডার অসোয়ায় ষাটের দশকের অন্যতম কবি ও টেলিভিশন উপস্থাপক আসাদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। কবি আসাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “প্রখ্যাত কবি আসাদ চৌধুরী’র মৃত্যুতে মরহুমের শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। দেশের একজন প্রতিভাবান কবি হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি কবিতা রচনার পাশাপাশি এক সময় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’ এ প্রচারিত ‘রাত—বিরাতে’ নামক একটা অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য কবি ও টেলিভিশন উপস্থাপক—কে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় কবি আসাদ চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি