১৬ সেপ্টেম্বর ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এর শোকবার্তা
ইশ্বরদীতে ট্রেন হামলার সাজানো মিথ্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ আজ বেলা সাড়ে তিনটায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা এবং অসুস্থতার সাথে সাথে চিকিৎসা না দেয়ার কারণে তার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের এই ধরণের অমানবিকতায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আবুল কালাম আজাদ এর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ইশ^রদীর পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর মৃত্যু একটি অস্বাভাবিক মৃত্যু। কারা কর্তৃপক্ষের নিষ্ঠুর অমানবিকতার শিকার হলেন আবুল কালাম আজাাদ। আবুল কালাম আজাদ ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ কমীর্। দলের সকল কর্মসূচীতে তিনি সক্রিয় অংশগ্রহন করতেন নির্দ্বিধায়। বর্তমানে বিএনপিসহ বিরোধী দল—মতের লোকেরা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের স্বাভাবিক মৃত্যু হবে কি না এ নিয়ে তারা আতঙ্কের মধ্যে সময় পার করছে। বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করা হয়েছে বলেই কারাগারের ভেতরে বিএনপি’র নেতাকমীর্দের জীবন যাচ্ছে কিন্তু তারপরেও কারাকতৃর্পক্ষকে জবাবদিহীতার আওতায় আনা হয় না। কারাগারে আবুল কালাম আজাদ এর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
সরকারী নির্যাতন ও কারা কতৃর্পক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপি’র নেতাকমীর্রা অসুস্থ হচ্ছেন এবং অহরহ কারাগারে মারা যাচ্ছেন। কারাগারে বিএনপি নেতাকমীর্দের এহেন মৃত্যুতে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী।
আমি আবুল কালাম আজাদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বার্তা প্রেরক
(মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।