image

তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বানী দিয়েছেন

বানী

“আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আজকের এই দিনে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার, সর্বজনীন মানবাধিকার, এবং আইনের অনুশাসনের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তি একযোগে গুরুত্বারোপ করছে। আমরা বাংলাদেশে এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে প্রতিটি মানুষের আকাঙ্খা ও ভোটের মূল্যায়ন হবে, নিশ্চিত হবে জনগণের ইচ্ছার প্রতিফলন তথা ক্ষমতায়ন।

যে কালজয়ী নেতৃত্বের আদর্শকে ধারণ করে আছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন; যার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, ব্যক্তি ও বাক স্বাধীনতা, এবং সামাজিক ন্যায়বিচার। অথচ গণআকাঙ্খায় প্রতিষ্ঠিত সেই গণতান্ত্রিক বাংলাদেশ আজ ফ্যাসিস্ট শেখ হাসিনার অনির্বাচিত, গণবিরোধী সরকার দ্বারা কুক্ষিগত, নিষ্পেষিত। দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আরো একবার লড়ে যাচ্ছে বিএনপি ও গণতন্ত্রের পক্ষের সকল শক্তি।

এ বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য: ‘এম্পাওয়ারিং দ্য নেক্সট জেনারেশন’, তথা পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন। অথচ বর্তমানে বাংলাদেশ রয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে। বছরের পর বছর ধরে আমাদের নতুন প্রজন্মকে তাদের ভোট প্রদানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। ২০১৪ এবং ২০১৮ সালের তথাকথিত জাতীয় নির্বাচনে দেশের কোটি-কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। বাংলাদেশে ১৮ থেকে ৩৩ বছর বয়সী প্রায় ৩ কোটি ৮০ লক্ষ তরুণ ভোটার রয়েছেন, যারা তাদের জীবনে আজও, অর্থবহ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।

ফলশ্রুতিতে, দেশের পরবর্তী প্রজন্ম তাদের গণতান্ত্রিক অধিকারের চর্চা ও প্রয়োগ ছাড়াই একটি ভীতিকর ও কর্তৃত্ববাদী পরিবেশে বেড়ে উঠছে। অনির্বাচিত সরকারের অপশাসনে, সংকুচিত স্বাধীনতা ও সৃজনশীলতা তথা সীমিত মানবিক ও মানসিক বিকাশের মধ্যে দিয়ে, প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে আমাদের তরুণদের উজ্বল, সম্ভাবনাময় ভবিষ্যৎ।

ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশি জাতির চেতনা, মানবাধিকার, আইনের অনুশাসন এবং মৌলিক স্বাধীনতা সুমন্নত রাখা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা এমন একটি নিরাপদ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখবে।

আর তাই, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন; বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা; এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ।

ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ, এবং সামাজিক স্থিতি ও ন্যায়পরায়ণতা।”

বার্তা প্রেরক:

(এডভোকেট রুহুল কবির রিজভী)

সিনিয়র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি




রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন