image

০৬ সেপ্টেম্বর ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী বার্ধক্যজনিত কারণে আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “মরহুম অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় একজন জনপ্রিয় নেতা হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে তিনি দেশ ও দলের কল্যাণে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজার জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতেও তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি জনসেবার মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন। জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক—ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।


আমি অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”


(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)

সিনিয়র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন