০৪ সেপ্টেম্বর ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ
গত ২ সেপ্টেম্বর ২০২৩, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় রাজবাড়ী জেলা বিএনপির শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রায় ৬০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। ঐ সময়ে পুলিশ ২৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। এছাড়া উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে পরদিন পুলিশ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও নাসিরুল হক সাবু, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মন্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, যুগ্ন আহব্বায়ক গাজী আহসান হাবীব, সুলতানুল ইসলাম মুন্নু, হাবিবুর রহমান রাজা, আবদুল মালেক শিকদার সহ ১১৬ জন নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত আরও ২৮০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগের বৈশিষ্ট্যই হচ্ছে নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপানো। রাজবাড়ীতে জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালীতে পুলিশ বেপরোয়া গুলিবর্ষণ করে ৬০ জন নেতাকর্মীকে গুলিবিদ্ধ করাসহ ২৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করার মাধ্যমে কারান্তরীণ করার পরও জেলা বিএনপি’র গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দসহ ১১৬ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ২৮০০ জনকে আসামী করে মামলা দায়েরের ঘটনা অন্যের ওপর দোষ চাপানোরই কুটকৌশল। কেবলমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও রাজবাড়ী জেলা বিএনপি’র নেতাকর্মীদের দুর্বল করতে এবং মনোবল ভেঙ্গে দিতেই বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে গুরুতর আহত করা, নির্বিচারে গ্রেফতার ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই ধরণের অপকৌশল আওয়ামী লীগের চিরাচরিত। মানুষের রক্তে হাত রঞ্জিত করা, গ্রেফতার, মিথ্যা মামলা দায়েরসহ নানা কায়দায় নির্যাতন—নিপীড়ণ চালানো কেবল আওয়ামী লীগেরই মানায়, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মনেপ্রাণে ঘৃণা করে। আমি রাজবাড়ীতে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও আহত করা, গ্রেফতার ও নেতাকর্মীদেরকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের মতো ঘৃন্য রাজনীতি ও অপকৌশলের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। অবিলম্বে রাজবাড়ীতে গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের শর্তহীন মুক্তি এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর আহবান জানাচ্ছি। পুলিশের গুলিবর্ষণে গুরুতর আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”
বার্তা প্রেরক
(মোঃ তাইফুল ইসলাম টিপু)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।