২২ আগষ্ট ২০২৩ ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র
জাতীয় স্থায়ী কমিটির ২১ আগষ্ট ২০২৩ এ অনুষ্ঠিত ভাচুর্য়াল সভার সিদ্ধান্ত সমূহ
গত ২১ আগষ্ট ২০২৩ তারিখ, সোমবার, রাত ৮.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমেঃ
১. মির্জা আব্বাস
২. বাবু গয়েশ্বর চন্দ্র রায়
৩. ড. আব্দুল মঈন খান
৪. জনাব নজরুল ইসলাম খান
৫. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৬. জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী
৭. জনাব সালাহ উদ্দিন আহমেদ
৮. বেগম সেলিমা রহমান
৯. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায়, গত ১৪ আগষ্ট অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মহাসচিব সভাকে অবহিত করেন।
২। সভায়, অবৈধ, লুটেরা, ফ্যসিষ্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবীতে আগামী শুক্রবার ২৫ আগষ্ট ২০২৩ তারিখে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণ—মিছিল এবং ২৬ আগষ্ট ২০২৩ দেশের সকল মহানগরে কালো পতাকা গণ—মিছিল কর্মসূচী পালিত হবে।
৩। সভায়, গত ১৮ আগষ্ট ২০২৩ তারিখে বিএনপি কার্যালয়ে গোয়েন্দা বাহিনীর গ্রেফতার অভিযান, হবিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি’র শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের বাধা, গুলিতে চার শতাধিক নেতাকর্মীকে আহত করার ন্যাক্কারজনক সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে যখন জনগণ স্বতঃস্ফুর্ত সমর্থন ও অংশগ্রহণ করছে তখন এই ধরণের বর্বরোচিত পুলিশী ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে জনগণের ন্যয্য দাবীর গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাত করার চেষ্টা করছে।
সভায়, ছাত্রদলের ৬ জন নেতাকে ৪৮ ঘন্টা গুম করে রেখে পরে গ্রেফতার দেখানো এবং পরবর্তীতে আদালতে প্রেরণ করে ২ জনকে রিমান্ডে পাঠানো ও ৪ জনকে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতা—কর্মীদের মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবী করা হয়।
৪। সভায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এডিস মশা নিধনের ঔষধ আমদানীতে অবিশ^াস্য জালিয়াতিতে নিন্দা ও ঘৃণা প্রকাশ করা হয়। সভা মনে করে, এই ধরনের জালিয়াতি ও দূর্নীতি ঘৃণ্যতম অপরাধ। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানানো হয়। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে।
৫। সভায়, আগামী ২৫ আগষ্ট ২০২৩, রোহিঙ্গা গণহত্যা দিবস পালনের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে, প্রায় ১০ বৎসর পূর্বে মিয়ানমার সেনাবাহিনী কতৃর্ক রাখাইনে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যা সমসাময়িক ইতিহাসের জঘণ্যতম মানবতা বিরোধী অপরাধ। সেই সঙ্গে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা সম্প্রদায় শিশু, নর—নারী বাংলাদেশে শরণার্থী হিসাবে আশ্রয় গ্রহণের কারণে সৃষ্ট সংকট সমাধানে এই অবৈধ সরকার কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারের নাগরিকতা নিশ্চিত করে তাদের স্বদেশে প্রত্যাবর্তন ব্যবস্থা করার লক্ষ্যে সকল প্রকার কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
৬। সভায় আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচী সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
৭। সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবী করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি