image

২০ আগস্ট ২০২৩


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ

গতকাল গভীর রাতে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়া মাত্র সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন—কে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “পৈশাচিক আক্রমনের পাশাপাশি সরকারি এজেন্সিগুলো বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বেআইনী গুম ও গ্রেফতারের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে। গত দেড় দশক ধরে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের এবং সরকারের সাথে ভিন্নমত পোষণকারীদের নির্বিচারে গুম ও গ্রেফতার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আবারও নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের, গুম ও গ্রেফতার করা শুরু হয়েছে। বর্বরোচিত শারীরিক উৎপীড়ণ করে শেখানো বুলি আদায় করা হচ্ছে। আর এ ক্ষেত্রে নিষ্ঠুর সরকার টার্গেট করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারসহ গুম করছে। এরই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়া মাত্র ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়। মূলত: রবিন বর্তমান শাসকগোষ্ঠীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সরকার বিশেষ উদ্দেশ্য নিয়েই আবারো নতুন করে মনুষ্যত্বহীন খেলা শুরু করেছে। সরকার ক্ষমতা ধরে রাখতে উন্মাদ হয়ে পড়েছে। বিরোধী দল শূণ্য নিস্তব্ধ পরিবেশে আওয়ামী ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আরেকটি অভিনব নিশিরাতের নির্বাচন করার লক্ষ্য নিয়ে আওয়ামী অবৈধ সরকার বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের পাইকারী হারে গ্রেফতারে বেপরোয়া হয়ে উঠেছে। তবে এভাবে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর নির্যাতন—নিপীড়ণ চালিয়ে কতৃর্ত্ববাদী আওয়ামী সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না। কারণ জনগণ এখন জেগে উঠেছে। আওয়ামী শাসকগোষ্ঠীর পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ত্যাগ করবে না।

আমি অবিলম্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।”

বার্তা প্রেরক,


(মুহম্মদ মুনির হোসেন)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন