image

১৮ আগস্ট ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়—কে অপহরণ এবং হত্যাচেষ্টার উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া (মিল্টন ভুঁইয়া) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাস এর সহ—সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন ও তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজারকে সাত বছর করে কারাদন্ড প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে একই মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও সাহসী কলমযোদ্ধা মাহমুদুর রহমানকেও সাত বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান প্রতিহিংসাপরায়ণ ও স্বেচ্ছাচারী আওয়ামী সরকার কতৃর্ক বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলায় কারাদন্ড প্রদানের ঘটনা এখন জোরেসোরে শুরু হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে অবৈধ সরকার ২০১৮ সালের মতো বিরোধী দলশুন্য ফাঁাকিবাজির নির্বাচনের নীলনকশা শুরু করেছে। আবারও মিথ্যা ও গায়েবী মামলার হিড়িক শুরু হয়েছে এবং এতে দেশব্যাপী চিরুনি অভিযান চালিয়ে পাইকারী হারে বিএনপি’র নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারাবন্দী করার পাশাপাশি পুরনো মিথ্যা মামলায় সাজা দিতে শুরু করেছে। এটি ভোটারবিহীন আওয়ামী সরকারের সুপরিকল্পিত চক্রান্তেরই অংশ। আমরা মনে করি, একদফা দাবিতে রাজপথে বিপুল মানুষ যেভাবে নেমে এসেছে তাতে ভীত হয়ে জনগণকে বিভ্রান্ত এবং বিরোধীদলের নেতাকর্মীদের মনোবল দুর্বল করতে সরকারের নির্দেশে এ ধরণের ফরমায়েশি রায় গভীর মাস্টারপ্ল্যানের অংশ।

গোটা দেশ আজ দুর্নীতিতে ডুবে আছে। সরকারি পৃষ্ঠপোষকতায় ক্ষমতাসীনদের মোসাহিবরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছে। তারা দেড় দশকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এসেছে। জাতীয় অর্থনীতিকে ফোকলা করে দেয়া হয়েছে। প্রতিদিন পত্রিকায় এসব দুর্নীতির খবর ফলাও করে ছাপা হে্চছ। অবৈধ সরকারের অনাচার ও সীমাহীন ব্যর্থতার বিরুদ্ধে রাজপথের আন্দোলনে জনে¯্রাত দেখে অবৈধ শাসকগোষ্ঠী দিশেহারা হয়ে পড়েছে। তাই অবৈধ আওয়ামী সরকার জনগণের আন্দোলনকে দমন করতে বেপরোয়াভাবে রাষ্ট্রুযন্ত্রকে ব্যবহার করে জনপদের পর জনপদ রক্তাক্ত করছে। তবে সরকারের সকল চক্রান্ত ব্যর্থ করতে জনগণের প্রবল শ্রোতকে কোনভাবেই দমন করা যাবে না।

আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া (মিল্টন ভুঁইয়া) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাস এর সহ—সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন ও তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এর বিরুদ্ধে দায়েরকৃত প্রতিহিংসামূলক মামলায় সাজা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি সাজা বাতিলের জোর আহবান জানাচ্ছি।”


বার্তা প্রেরক

 (মুহম্মদ মুনির হোসেন)

সহ—দফতর সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন