১২ আগষ্ট ২০২৩
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা
সাবেক উপমন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম পিন্টু ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র মামতাময়ী মাতা মোসা: সালমা খাতুন আজ সন্ধ্যা ৭ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সালমা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “সালমা খাতুন এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। একজন আদর্শস্থানীয় মাতা হিসেবে তিনি তাঁর সকল সন্তানদের সুশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। ধর্মপ্রাণ নারী হিসেবেও তিনি পরিবারের সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। রাজনীতিবিদ সন্তানদের মা হিসেবে তাঁর কর্তব্য ও ভূমিকা স্থানীয় জনসাধারণ ও পরিচিতজনদেরকে অনুপ্রাণিত করতো। পরিবারের হাল ধরার পাশাপাশি তিনি সমাজসেবার নানা কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মাতা হিসেবে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেটি তাঁর সন্তানদেরকে চিরদিন অনুপ্রাণিত করবে।
মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি মরহুমার শোকাহত পরিবারবর্গ যেন এই মৃত্যুশোক সইবার ক্ষমতা লাভ করেন। আমি মরহুমা সালমা খাতুন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।