১২ আগস্ট ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর দুইটি শোকবার্তা একসাথে।
০১।
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এর শোকবার্তা
চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন খান কিডনী জনিত সমস্যায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। শরীফ উদ্দীন খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “শরীফ উদ্দীন খান এর মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী শরীফ উদ্দীন খান চান্দগাঁও থানা বিএনপি—কে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে চান্দগাঁও থানা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকবার্তায় মরহুম শরীফ উদ্দীন খান—কে চান্দগাঁও থানা বিএনপি’র একজন বলিষ্ঠ সংগঠক হিসেবে উল্লেখ করে বলেন, তার সুযোগ্য নেতৃত্বে চান্দগাঁও থানা বিএনপি গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছিল। প্রত্যেকটি আন্দোলন—সংগ্রামে তার সাহসী ভূমিকার জন্য তিনি স্থানীয় নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি ছিলেন সৎ ও সজ্জন ব্যক্তি।
মাহবুবের রহমান শামীম শোকবার্তায় শরীফ উদ্দীন খান এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার—পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি
প্রেস বিজ্ঞপ্তি
০২।
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এর শোকবার্তা
চট্টগ্রাম উত্তর জেলাধীন সন্দীপ উপজেলা বিএনপি’র সাবেক সহ—সভাপতি ও মাঈটভাঙ্গা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মাষ্টার হাফিজুর রহমান আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মাষ্টার হাফিজুর রহমান এর মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মাষ্টার হাফিজুর রহমান সন্দীপ উপজেলা বিএনপি—কে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে সন্দীপ উপজেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি