image

১২ আগস্ট ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি’র মহিলা নেত্রীদের নিয়ে ড. হাছান মাহমুদের ধৃষ্টতাপূর্ণ ও অশালীন বক্তব্যের বিরুদ্ধে

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ

মহিলা নেত্রীদের নিয়ে নিশিরাতের আওয়ামী অবৈধ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের ধৃষ্টতাপূর্ণ, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “অবৈধ আওয়ামী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপি’র মহিলা নেত্রীদের নিয়ে যে মন্তব্য করেছেন তা শুধু কুরুচিপূর্ণই নয়, বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। আওয়ামী মন্ত্রী ও নেতাদের ন্যাক্কারজনক, অভদ্রচিত, মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য যেন দিনকে দিন সীমা অতিক্রম করছে। হাছান মাহমুদের বক্তব্য দেশ—বিদেশের সুুরুচিপূর্ণ মানুষকে বিস্মিত করেছে। নারীদের নিয়ে এ ধরণের জঘন্য বক্তব্য কোন সভ্য ও ভদ্র পরিবারের সন্তান করতে পারেন না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে—বিএনপি নেতা—নেত্রীদের বিরুদ্ধে অশ্লীল ও রুচিহীন বক্তব্য প্রদান করার জন্য হাছান মাহমুদকে হাই কমান্ড নির্দেশ দিয়েছে। সেজন্যই নিজ মন্ত্রীত্ব রক্ষা করতে বিবেকবর্জিতভাবে বিএনপি’র মহিলা নেত্রীদের নিয়ে তিনি কুৎসিত বক্তব্য রেখেছেন।

যারা গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের মৌলিক মানবাধিকারকে হরণ করে তারাই কেবলমাত্র অসংলগ্ন, লাগামহীন ও নারীদেরকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করতে পারে। আওয়ামী নেতাকর্মীদের আচরণ যেমন বর্বর তেমনি তাদের কথাবার্তাও ঘৃন্য, আদিম ও বন্য। ড. হাছান মাহমুদের অশালীন বক্তব্যের বিরুদ্ধে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। মূলত: তার এই বক্তব্য নারী সমাজের প্রতি চরম অবমাননাকর। নারীদের নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এ ধরণের বক্তব্যে আওয়ামী ইতর সংস্কৃতির অরুচিকর কুৎসিত রুপটিই ফুটে ওঠে।

ড. হাছান মাহমুদের এই ধরণের রুচিজ্ঞানহীন বক্তব্যের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিএনপি’র নারী নেত্রীদের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি। নইলে নারী সমাজ ঘরে বসে থাকবে না।”

বার্তা প্রেরক—


(হেলেন জেরিন খান)

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল

কেন্দ্রীয় কমিটি।

রিলেটেড প্রোগ্রাম এবং প্রেস রিলিজ

আরো দেখুন