১৯ জুলাই ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা, প্রতিবাদ ও শোক
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুন:প্রতিষ্ঠার দাবিতে গতকাল বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে লক্ষীপুরে পুলিশের গুলিতে চন্দ্রগঞ্জ থানাধীন ১২নং চরশাহী ইউনিয়ন কৃষকদলের সদস্য সজীব বাদল নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুন:প্রতিষ্ঠার দাবিতে গতকাল পুলিশের গুলিতে কৃষকদল নেতা সজীব বাদল নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি। অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মানুষের নিরাপত্তা এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। মহাভোট জালিয়াতির নির্বাচনের পর আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রহসনের ভোটের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সরকার আরও বেশী বেপরোয়া হয়ে উঠেছে। চলমান আন্দোলনকে প্রতিহত করতে প্রাণ হরণের ঘটনায় মনে হয়—এদেশে প্রতিবাদ—সভা—সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকারকে আর কোনভাবেই সহ্য করা হবে না। সরকার জনবিচ্ছিন্ন বলেই বিএনপি তথা জনগণের ন্যায্য দাবিকে ভয়ের চোখে দেখছে। আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশ শাসন করাটাই এখন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং দু:শাসনের প্রকোপ ক্রমশ: বিপজ্জনক রুপ ধারণ করছে। সর্বব্যাপী নিপীড়ণের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে জনজীবন নিরাপদ ও নির্বিঘ্ন থাকাটা আরও কঠিন হয়ে উঠছে। দেশ শোক—সংকটে নিমজ্জমান, এই অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে হবে। জনগণের ঐক্যই আমাদের একমাত্র ভরসা। এই ঐক্যের ওপর ভর করেই আমরা গণতন্ত্র, ভোটাধিকার পূণ:রুদ্ধার করবো।”
বিএনপি মহাসচিব পুলিশের গুলিতে নিহত সজীব বাদলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক বিবৃতিতে জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বিএনপি’র শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে লক্ষীপুরে পুলিশের গুলিতে চন্দ্রগঞ্জ থানাধীন ১২নং চরশাহী ইউনিয়ন কৃষকদলের সদস্য সজীব বাদল নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃদ্বয় বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে বলেই দিশেহারা হয়ে এখন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ প্রতিবাদী মানুষের ওপর হামলা চালানো হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। তবে আন্দোলন দমাতে পুলিশ এবং সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে যত নিষ্ঠুর পথ অবলম্বন করা হোক না কেন, কোনভাবেই গণআন্দোলনকে দমন করতে পারবে না স্বৈরাচারী শাসকগোষ্ঠী। তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। নেতৃদ্বয় সজীব বাদলের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার—পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক,
(মুহম্মদ মুনির হোসেন)
সহ—দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।